ওয়াসিম, সত্তর থেকে আশির দশকের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি ছিলেন বডি বিল্ডার। সুদর্শন এই মানুষটিকে একনজর দেখেই তাঁকে মনে ধরে যায় চিত্রনির্মাতা এস এম শফির। তিনিই ওয়াসিমকে চলচ্চিত্রে নিয়ে আসেন। তাঁকে নিয়ে লিখেছেন - আলাউদ্দীন মাজিদ যেভাবে বডি বিল্ডার থেকে পর্দায় মেজবাহ উদ্দীন আহমেদ নামের মানুষটি বাংলা চলচ্চিত্রে এসে হয়ে যান ওয়াসিম। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার…