‘সাত সামুন্দার পার’ কিংবা ‘অ্যায়সে দিওয়ানে হি’ গান শুনলেই চোখের সামনে ভেসে আসে এক মিষ্টি মেয়ের মুখ, নব্বই দশকের শুরুর দিকে বলিউডে সাড়া জাগানো অন্যতম অভিনেত্রী দিব্যা ভারতী। বলিউডের আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত স্বল্পায়ু এ অভিনেত্রী মাত্র পাঁচ বছর অভিনয়জীবনে প্রায় ২১টি সিনেমায় অভিনয় করেন। খ্যাতির শিখরে অবস্থানকালে আকস্মিক তাঁর মৃত্যুর খবর সবার কাছে…