শ্রীদেবী, অভিনয় দিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। যেখানে আগে কোনো বলিউড অভিনেত্রী পৌঁছতে পারেননি। তাঁর সময় সুপারস্টার নায়কদের ছড়াছড়ি থাকলেও, ছিল না কোনো নারী সুপারস্টার। যার কারণে শ্রীদেবীকেই বলিউডের প্রথম নারী সুপারস্টার বিবেচনা করা হয়। এই নজরকাড়া চিরসুন্দরী অভিনেত্রীর আদ্যোপান্ত তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ যেভাবে সুপারস্টার হয়ে উঠেছিলেন ১৯৭৮ সালে ‘সদমা’…