শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা
কান কর্নার

লালগালিচায় বাংলাদেশের সাদিয়া খালেদ রীতি

শোবিজ প্রতিবেদক

লালগালিচায় বাংলাদেশের সাদিয়া খালেদ রীতি

ফিপরেসির বিচারক হয়েছেন সাদিয়া খালিদ রীতি। এবার দ্বিতীয়বারের মতো এ বিভাগের বিচারক হয়ে অনেকটা দেশের মুখ উজ্জ্বল করলেন রীতি। শুধু তাই নয়, এবার তিনি হাঁটলেন লালগালিচাতেও। এর আগে এ বিচারকের বেলায় এটি ঘটেনি। বুধবার তিনি ফিপরেসি বিচারক হিসেবে লালগালিচায় পা মাড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন এ বিভাগের অন্য বিচারকরাও। তিনি যখন লালগালিচা মাড়াচ্ছিলেন তখন কান কর্তৃপক্ষ ঘোষণা করেছেন তার নাম ও পরিচয়। বাংলাদেশ থেকে রীতিই একমাত্র ব্যক্তি যিনি এ বছর এ লালগালিচা সম্মান পেয়েছেন উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে। তিনি কানের অফিশিয়াল লালগালিচায় ঢাকার একমাত্র মুখ। রীতি বলেন, ‘এবারের লালগালিচা দর্শন আমার জন্য একেবারেই আলাদা ও গর্বের। কারণ, আমি যখন সেখানে হাঁটছিলাম তখন আমার ও দেশের নাম ঘোষণা করা হচ্ছিল মাইকে।’ রীতি লালগালিচায় পা মাড়িয়েছেন দেশের ঐতিহ্য ধরে। পরেছেন কাতান গাউন। বলেছেন, ‘আমি এমনভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম যা একাধারে ঐতিহ্যবাহী ও আধুনিক। আমি রেড কার্পেটের জন্য কাতান গাউনটা অনেক যত্ন করে ঢাকা থেকে এনেছি। আমার গাউন ও জ্যাকেট থেকে শুরু করে গয়না, পার্স ও জুতা সবকিছুই বাংলাদেশে তৈরি। আমি চেয়েছিলাম বিশ্বমঞ্চে দেশের পণ্য নিয়েই উঠতে।’

ফিপরেসি জুরি হওয়ার পাশাপাশি রীতি এবার আরব ফিল্মসের ক্রিটিক অ্যাওয়ার্ডস জুরি বোর্ডেও যুক্ত ছিলেন বিচারক হিসেবে। ১৮ মে কানসৈকতে সেটির পুরস্কার বিতরণে তিনি অংশ নেন জামদানি শাড়ি পরে। উৎসবের সমাপনী অনুষ্ঠানের আগে ২৫ মে ফিপরেসি পুরস্কার আসরেও অংশ নেবেন রীতি।

সর্বশেষ খবর