ভালোমন্দ মিলিয়েই চলছে ঢাকাই চলচ্চিত্রের দিনকাল। নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে ২০২০-২০২১ সালের করোনাকাল পর্যন্ত দেশীয় চলচ্চিত্র পার করেছে এক মহাক্রান্তিকাল। ২০২২ সাল থেকে এ অবস্থার কোনোরকম উন্নতি সাধিত হতে শুরু করে। দর্শক আগ্রহে কিছুটা হলেও ফিরে আসে ঢালিউড। চলতি বছরের প্রথম ছয় মাসে মুক্তি পেয়েছে ২৬টি ছবি। এসব ছবির সার্বিক ভালোমন্দের চিত্র তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ চলচ্চিত্র…