ছবি এবং অভিনয়শিল্পীকে হিট করাতে গানের ভূমিকা অনেক সময় মুখ্য হয়ে ওঠে। একটি গানই পারে ছবি এবং শিল্পীকে অমরত্ব দিতে। তেমনি কয়েকটি গানের মাধ্যমে যে নায়িকারা এখনো দর্শক হৃদয়ে বেঁচে আছেন তাদের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ [সাথী] ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, ফাহমিদা নবীর গাওয়া অতি জনপ্রিয় এ গানটি এনামুল করিম নির্ঝর পরিচালিত…