তিনি জানতেন তিনিই উত্তম হবেন। তাই নামটা অরুণ কুমার থেকে নিজেই বদলে উত্তম কুমার রেখেছিলেন। মহানায়কের জন্ম ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর। আর মহাপ্রয়াণ হয় ১৯৮০ সালের ২৪ জুলাই। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এ আয়োজন তৈরি করেছেন- আলাউদ্দীন মাজিদ অভাব-অনটনে বেড়ে ওঠা উত্তম উত্তম কুমার ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ৫১ আহিরীটোলা স্ট্রিটে জন্মগ্রহণ করেন। দাদু আদর করে…