বলিউডের নায়কদের গান গাওয়ার তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। অভিনয়ের পাশাপাশি গান গেয়ে দর্শক মুগ্ধতা কেড়েছেন। প্লে-ব্যাক করেছেন, বের করেছেন অডিও অ্যালবামও। তারা নায়ক হিসেবে যতটা জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয় গায়কী প্রতিভা দিয়ে। এমন কয়েকজন তারকা নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন- পান্থ আফজাল বলিউডে এই ট্রেন্ড নতুন নয়। ‘ওয়াজির’-এ অমিতাভের ‘অতরঙ্গি ইয়ারি’ থেকে অভিষেক,…