বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক ফারিয়া লারাকে নিয়ে ‘লারা’ প্রযোজনা করবেন জ্যোতিকা জ্যোতি। গত বছর সরকারি অনুদান পেয়েছিলেন অভিনেত্রী। পরিচালনা করার কথা ছিল শেখর দাসের। গতকাল জ্যোতি জানালেন, ‘লারা’র জন্য নতুন পরিচালক খুঁজছেন। জ্যোতি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। মনের মতো ছবি করব বলে নিজেও অভিনয় করছি না। শেখরের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। শুধু ছবির প্রয়োজনেই আরও অভিজ্ঞ কাউকে নিতে চাচ্ছি। কয়েক দিন ধরে কথা বলেছি অনেকের সঙ্গে। দেখা যাক কাকে দায়িত্বটা দেওয়া যায়!’ বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক, বৈমানিক ফারিয়া হোসেন লারা। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর আগুন লেগে বিধ্বস্তে লারাসহ দুজন নিহত হন।