কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশের সরকারি-বেসরকারি সব ক্যাম্পাস বন্ধ থাকলেও বন্ধ নেই ‘ক্যাম্পাস’ ধারাবাহিকের প্রচার। গতকাল দেড় শ পর্বের মাইলফলক স্পর্শ করেছে তুহিন হোসেন নির্মিত এ ধারাবাহিকটি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে এটি। নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব। এতে অভিনয় করেছেন- রওনক হাসান, অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, তামিম, ফরহাদ বাবু, শিবলি নোমান, তানজিম অনিক, আহসান নাসিম, এমিলা হক, সুজাত শিমুল, সালমান, বাঁধন খান, শেলী আহসান। তুহিন হোসেন বলেন, ‘গল্পটা আমাদের দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয় ঘিরে। নাটকটি নিয়ে অনেক সাড়া পাচ্ছি।’