সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শাবনূরের উদ্বেগ...

শোবিজ প্রতিবেদক

শাবনূরের উদ্বেগ...

অভিনেত্রী শাবনূর। লম্বা একটা বিরতি দিয়ে আবারও নিয়মিত হচ্ছেন ক্যামেরার সামনে। ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন। চলতি বছরের ১৪ এপ্রিল থেকে শুটিং শুরু হয় সিনেমাটির। বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল আগামী ৮ আগস্ট থেকে। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এখনো দেশেই ফিরতে পারেননি এ নায়িকা। তাই বাধ্য হয়ে শুটিং পেছালেন শাবনূর। তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে জানান তিনি।  এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাবনূর। সেখান থেকেই দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে শাবনূর বলেন, এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। চিত্রনায়িকা আরও বলেন, আমি সব সময় দেশের খবর রাখছি। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর