সংগীতশিল্পী মনির খান অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চল্লিশের অধিক একক অ্যালবাম করেছেন। প্রাপ্তির ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি মনির খান বলেছেন, নাগরিক হিসেবে, সংস্কৃতিকর্মী হিসেবে সুস্থ-সুন্দর দেশ গড়াই আমাদের প্রধান প্রত্যাশা। সার্বিকভাবে সবাই যেন ভালো থাকি। সব সেক্টরে যেন সুন্দরভাবে চলে। যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয়। স্বাধীন হওয়ার পর থেকে এ দেশের মানুষ ভোট দিয়ে অনেককেই ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। কোনো না কোনোভাবে মানুষ সাফার করেছেন। ১৭ বছরে কোনো টেলিভিশন, রেডিও এবং সরকারি কোনো অনুষ্ঠানে কাজ করার সুযোগ আমার হয়নি। বর্তমান সকারের কাছে প্রত্যাশা এখন স্বাধীনভাবে সর্বস্তরে কাজ করতে পারব।