এবার কিছুটা একান্ত যাপনের সময় পেলেন দেব, সঙ্গী রুক্মিণী মৈত্র। মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে দেখা গেল অভিনেতা ও তার বান্ধবীকে। এদিন কালো প্যান্ট, কালো শার্টে দেখা যায় দেবকে। অন্যদিকে রুক্মিণীর পরনে ছিল লাল জামা, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট। জানা গেছে তারা দুজন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন। রুক্মিণী বিমানবন্দর থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবি দেখে জানা যায়নি কোথায় যাচ্ছেন তারা। হয়তো এশিয়ারই কোনো এক জায়গায় ছুটি কাটাচ্ছেন ধারণা ভক্তদের।