সংগীতশিল্পী মনির খান এখনো নিয়মিত গান উপহার দিয়ে যাচ্ছেন। এক সময়ের অডিও ইন্ডাস্ট্রি কাঁপানো এ শিল্পী বর্তমানে অনলাইন প্ল্যাটফরমেও সক্রিয় রয়েছেন। এতেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি শ্রোতাদের আরও একটি নতুন গান উপহার দিতে যাচ্ছেন। গানটির শিরোনাম ‘জানি চলে যাবে তুমি’। গানটির কথা লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস। এ রোমান্টিক গানটি গতকাল বিকালে মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মনির খান বলেন, ‘আমি আসলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। এখন মানুষের বিনোদন নেওয়ার মাধ্যম পরিবর্তন হয়েছে। সবাই অনলাইনে থাকে। তাই আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করি। আশা করছি এবারের গানটিও শ্রোতারা পছন্দ করবেন।’