আলিয়া ভাট সম্প্রতি সিনেমা প্রযোজনায়ও হাত দিয়েছেন। বোন শাহিন ভাটকে সঙ্গে নিয়ে খুলেছেন ‘ইটারনাল সানশাইন’ নামের প্রোডাকশন হাউস। তাঁদের প্রথম প্রযোজিত সিনেমা ছিল ওটিটির জন্য নির্মিত ‘ডার্লিংস’। গত বছর দারুণ জনপ্রিয়তা পায় সেই ছবিটি। এ ওয়েবফিল্মে অভিনয় করে আলিয়া ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের সেরা অভিনেত্রীর পুরস্কারও পান। এবার আরও বড় সুখবর দিলেন। তাঁর প্রযোজিত মালায়লাম সিনেমা ‘পোচার’ ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৯তম আসরে এশিয়ান কনটেন্ট বিভাগে সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে হাতিকে কেন্দ্র করে নির্মিত ছবিটি। তবে এ ছবিতে আলিয়া অভিনয় করেননি।