ছোট পর্দার পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। দর্শকপ্রিয় একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে জিয়াউল ফারুক অপূর্ব বিনোদন দুনিয়ার জনপ্রিয় নাম। এ দুই তারকাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘পথে হলো দেরি’ নামের একটি নাটকে। সেই নাটকটির জন্য জুটি হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তারা। ফের একসঙ্গে দেখা যাবে তাদের, তাও আবার দুটি নাটকে। এমনটাই জানালেন তটিনী। অভিনেত্রী জানান নাটকের নাম এখনো ঠিক করা হয়নি। তবে পরিকল্পনা চূড়ান্ত। ১৪ সেপ্টেম্বর শুটিং শুরু হবে। তটিনী বলেন, নাটকগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি। গত ২৪ আগস্ট মাহমুদুর রহমান হিমির ‘সর্বস্ববাদী’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তটিনী। তার বিপরীতে ছিলেন জোভান। এরপর শেষ করলেন রুবেল হাসানের ‘আবির ছোঁয়া’। বর্তমানে আরমান রহমানের ‘আনন্দ কুটির’ নামের আরেকটি কাজের শুটিং চলছে। অভিনয়ে তার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ।