আমার ছোটবেলা কেটেছে খুলনায়। বয়স তখন পাঁচ কি ছয় বছর হবে। স্কুলজীবন। খুব দুষ্টুমি করতাম কিন্তু। প্রায় সময় বাড়ির পাশে কোথাও খেলতে গেলে সেখানে ঘুমিয়ে পড়তাম। আবার কখনো কখনো দুষ্টুমি করে বাড়ির পাশে কোথাও লুকিয়ে থাকতাম। আমার খোঁজে তখন বাড়ির সবাই অস্থির হয়ে যেত। চারদিকে মা খোঁজখবর শুরু করতেন। কিন্তু আমাকে তাঁরা কেউই খুঁজে পেতেন না। তারপর সন্ধ্যা গড়িয়ে যখন রাত হয়ে যেত তখন বাড়ি ফিরে আসতাম। বাবা কিছু না বললেও মা খুব বকা দিতেন। এমনকি চড়থাপ্পড়ও দিতেন। এরপরও আমি প্রায় একই ঘটনা ঘটিয়ে যেতাম। বিষয়গুলো এখন মনে হলে খুব হাসি পায়।