বরাবরই সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পূজা। এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এ চিত্রনায়িকা। সম্প্রতি এমনটাই জানালেন পূজা। অভিনেত্রী বলেন, যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত, আর আমি সবসময় সত্যের পক্ষেই থাকতে পছন্দ করি। আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। তিনি আরও বলেন, যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি, সেটা যে পক্ষের হোক না কেন। তা ছাড়া আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম না। পূজা বলেন, আমি চাই দর্শকদের ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়েই এগুচ্ছি।