দুই বাংলায় তিনিই চর্চায়। কখনো বিপরীতে শাকিব খান, কখনো দেব। তিনি ইধিকা পাল। আপাতত বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর নায়িকা। ‘বহুরূপ’ ছবিতে তিনি নাকি দর্শকদের চমকে দিতে চলেছেন। এ মুহূর্তে তাঁকে নিয়ে চর্চার কারণ কিন্তু ভিন্ন। কথা ছিল, শাকিবের পর তিনি নাকি পর্দায় শরিফুল রাজের সঙ্গে প্রেম করবেন। সাম্প্রতিক খবর, সেই সম্ভাবনা নাকি শুরুতেই শেষ। শরিফুল রাজ এবং ইধিকা পালকে নিয়ে গত আগস্টে ‘সাহেব’ ছবির শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, ছবিটি না-ও হতে পারে। এ প্রসঙ্গে ছবির পরিচালক সাইফ চন্দনের মত- ‘মনে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিই ছবি না হওয়ার নেপথ্য কারণ। সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর না-ও করতে পারেন। এদিকে নতুন খবর হলো- ইধিকা ফের শাকিবের ‘প্রিয়তমা’ হয়ে ফিরতে চলেছেন। তাঁর জবাব, আমিও তেমনটাই শুনছি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবির নাম ‘বরবাদ’। ছবিতে তিনি শুধুই রোমান্স করবেন কি না। তবে শোনা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন দুই ফাইট মাস্টার রবি বর্মা, আয়জাজ শেখ। শাকিব-ইধিকা ছাড়াও থাকতে পারেন মিশা সওদাগর। নৃত্য পরিকল্পক হিসেবে শোনা যাচ্ছে বলিউডের আদিল শেখের নাম। শুটিং শুরু সম্ভবত অক্টোবরে।