জনপ্রিয় রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসির দর্শক প্রশংসিত রান্নার অনুষ্ঠান ‘দেশ-বিদেশের রান্না’র এবারের পর্বটি প্রচার হবে চ্যানেল আইতে আজ বুধবার বিকাল ৫টা ৪০ মিনিটে। প্রতি পর্বে কেকা ফেরদৌসির সঙ্গে উপস্থিত থাকেন দেশের একজন জনপ্রিয় রন্ধনশিল্পী। এবারের পর্বে রন্ধনশিল্পী হিসেবে হাজির হচ্ছেন রান্না বিষয়ে একাধিক পুরস্কার প্রাপ্ত রন্ধনশিল্পী সোনিয়া রহমান। তিনি রান্না করে দেখাবেন মজার একটি আইটেম ‘গন্ধরাজ চিকেন’ ও দর্শকদের জন্য তুলে ধরবেন এর রেসিপি। এ অনুষ্ঠানে দেশ-বিদেশের জনপ্রিয় সব রান্না উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন মুকিত মজুমদার। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসি এবং প্রযোজনা সহকারী হিসেবে আছেন মো. শিমুল হোসেন।