টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি দেখানো হবে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টাম সিটি থ্রি-তে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে আবারও দেখানো হবে ছবিটি। সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন এটি। আগামী ২ অক্টোবর শুরু হতে যাচ্ছে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। উৎসবে মেহজাবীন, মোস্তফা মনওয়ার ও মাকসুদ হোসেনের অংশ নেওয়ার কথা রয়েছে। ২০২২ সালে বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় ‘সাবা’। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ছবিটি। টরন্টোর স্কটিয়া ব্যাংকে গত ৭ সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।