প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রথম সিনেমা ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর এ নির্মাতা ফিরলেন নতুন সিনেমা নির্মাণে। ইতোমধ্যেই নিজের পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান সুমন। তাঁর এবারের সিনেমার নাম ‘রইদ’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘রইদ’, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। তবে পরিচালকের সঙ্গে মতের মিল না হওয়ায় সিনেমাটির অনুদান ফেরত দেন জয়া। এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশন্স। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুটিং শেষ হচ্ছে। সুমনের প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও নায়িকা থাকছেন নাজিফা তুষি। আর পাত্র হিসেবে আছেন মোস্তাফিজুর নুর ইমরান। তবে সিনেমাটির শুটিং শেষ না করে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।