ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনেতা সিয়াম আহমেদের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্রাঙ্গনের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকাকে একফ্রেমে দেখে নানা প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে ভক্তদের মনে। কেউ বলছেন, দুজন একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে পারেন। আবার কারও মন্তব্য, কোনো অনুষ্ঠানে হয়তো দেখা হয়েছে, শাকিব-সিয়ামের। আসলেই কী তা-ই? জানা গেল, শাকিব খানের প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন সিয়াম। নায়ককে নিজের প্রতিষ্ঠানে স্বাগত জানিয়েছেন শাকিব খান। এটি সে সময়েরই ছবি। শনিবার আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ সময় আরও উপস্থিত ছিলেন মামনুন হাসান ইমন। এদিকে শিগগিরই ‘বরবাদ’ ছবির শুটিংয়ে ভারতে যাচ্ছেন শাকিব খান। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামের জংলি সিনেমা। যেখানে তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি।