বাবার স্কুলের হাল ধরছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জিনাত শানু স্বাগতা। তাঁর বাবা সংগীতজ্ঞ খোদা বক্স সানু ১৯৮৬ সাল থেকে আনন্দম সংগীতাঙ্গন নামের স্কুলটি চালিয়ে আসছিলেন। বাবার প্রয়াণের পর নতুন পরিসরে স্কুলটি শুরু করছেন স্বাগতারা। গানের পাশাপাশি যুক্ত করছেন নতুন কয়েকটি বিভাগ। ২০১৪ সাল পর্যন্ত রাজধানীর সিদ্ধেশ্বরীতে আনন্দম সংগীতাঙ্গন চালিয়েছেন খোদা বক্স সানু। ওই বছরের ১৭ অক্টোবর তিনি মারা যান। তারপর স্কুলের হাল ধরেন তাঁর ছোট মেয়ে কণ্ঠশিল্পী সভ্যতা। শিগগিরই স্থায়ী ক্যাম্পাসে চলে যাচ্ছে গানের স্কুলটি। জাগো নিউজকে স্বাগতা বলেন, ‘স্কুলটা আমার ছোট বোন চালাত। আমি আর আমার ভাই মাঝেমধ্যে ক্লাস নিতাম। এখন বড় পরিসরে শুরু করতে যাচ্ছি। জানুয়ারি মাসে নতুন পরিসরে ক্লাস শুরু হবে।’ স্কুলের নাম পরিবর্তন হবে। গান শেখানোর পাশাপাশি আবারও অভিনয় চলিয়ে যাবেন স্বাগতা।