‘পাওয়ার ভয়েস’ খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। বছরজুড়ে ব্যস্ত স্টেজ পারফরমেন্সে। নিজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করছেন গান। সম্প্রতি জাপান-চীন ঘুরে এসেছেন, শো করেছেন। নতুন কিছু গানও আসছে সামনে। সেসব নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
সংসার জীবন কেমন চলছে?
আই অ্যাম ইনজয়িং। সুন্দর সময় পার করছি। আসলে আমরা দুজনে তো বেশির ভাগ সময় একসঙ্গেই থাকি। আমাদের টার্গেট এক ও অভিন্ন। এখন তো হাজব্যান্ড আর আমি স্টেজে পারফর্ম করি। ঢাকার বাইরে শো হলে দুজনে একসঙ্গে যাই, গান করি, ঘুরে বেড়াই। ভালোই তো লাগছে এ জীবনটা! ওইদিক দিয়ে ওর ফ্যামিলি থেকেও সবসময় সাপোর্ট পাই। আমাদের দুজনের চলাফেরা বা লাইফ স্টাইল নিয়ে কারও কোনো মাথাব্যথাও নেই।
ফেসবুকে ডিজে রাহাতের সঙ্গে, নতুন কাজের খবর নাকি?
হুমম... ডিজে রাহাত, আদিব কবির ও স্বাক্ষরের সঙ্গে কাজটি করলাম। শুটিং শেষ হয়েছে। এটি কভার সং ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। কাজটি সুন্দর হয়েছে। আমার লুক, মেকাপ, সেট ডিজাইন একটু ডিফারেন্ট হয়েছে। মিউজিকে একটা ডিজে ভাইব, ড্যান্সিং ফিল রয়েছে। একটু ডার্ক টাইপের।
‘কর্ণিয়া’ চ্যানেল থেকে সম্প্রতি নতুন গান প্রকাশ হয়েছে...
গানটির শিরোনাম ‘ভাঙাঘর’। গানটির কেবল অডিও ভার্সন আপলোড করেছি আমার চ্যানেলে। নরমালি অডিও ভার্সন প্রকাশ করি না। এ ভার্সনটি শ্রোতারা কেমনভাবে নেয়, সেটা দেখতে চেয়েছি বলেই আপ দিয়েছি। তবে ভালো রেসপন্স পেয়েছি। টিকটকে তো গানটি অনেক ছড়িয়েছে। সবাই গানটির সঙ্গে ভিডিও, রিলস, শর্টস করে প্রকাশ করছে। এটা ভেবে আনন্দ লাগছে। ২০২০ সালে চ্যানেলটি করি। এ পর্যন্ত আপ হয়েছে ১৪-১৫টির মতো গান। এরমধ্যে মেক্সিমাম মৌলিক গান; বাকি কিছু কভার সং।
স্টেজ শোর ব্যস্ততা কেমন যাচ্ছে?
ডিসেম্বর মাস অনুযায়ী যে পরিমাণ হয়ে থাকে তেমনটা হয়নি। তবে গত মাসের চেয়ে ভালো গেছে। বেশ কিছু স্টেজ শো করেছি। সামনেও কিছু আছে। আপাতত সামনে ১৩, ১৫, ২৬ এবং ৩১ তারিখে শো কনফার্ম।
ইদানীং নতুন লুক, নতুন গেটআপে দেখা যায়। গানের পাশাপাশি সংগীতশিল্পীদের নিজস্ব উপস্থাপন কতটা দরকারি?
খুবই দরকারি। অনেক বেশি রিসার্চ করতে হয় এখন। উপস্থাপনটা গানের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এ সময়ে। তাই দর্শক টেস্ট, ড্রেস, লুক, মেকাপ একটু ডিফারেন্ট করার চেষ্টা করি সর্বদা। দেশের বাইরে থেকেও আমি ভিন্ন ধরনের ড্রেস কালেক্ট করি। ভালো কিছুর জন্য তো একটু টাইম দিতেই হয়, তাই না?