বাংলাদেশের অন্যতম তরুণ শিল্পী অ্যাঞ্জেল নূর। তাঁর সাম্প্রতিক গান ‘যদি আবার’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলাতেই। পাশাপাশি ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়েরও প্রশংসা কুড়িয়েছে। এদিকে সুখবর হচ্ছে, নূর ইভেন্ট ও যাত্রাবিরতির আয়োজনে ৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আড্ডা-গানের মিউজিক্যাল শো ‘গপ্পসপ্প আর গান’। টিকিটের বিনিময়ে আয়োজিত এ শোতে পারফর্ম করবেন অ্যাঞ্জেল নূর, রেজাউল করিম লিমন ও রায়হান ইসলাম শুভ। নূর বলেন, ‘সুন্দর একটি আয়োজন। আশা করি, সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, গান ছাড়াও দুই ডজনের বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন নূর। কাজ করেছেন নাটক, ওয়েব ও সিনেমাতেও।