ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। বর্তমানে দক্ষিণী, বলিউডে সমানতালে রাজত্ব করছেন এই নায়িকা।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কন্নড় সিনেমার প্রযোজকরা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকাকে নিষিদ্ধ করেছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। রাশমিকা মান্দানা বলেন, ‘দেখুন, ভিতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ভিতরে কী হচ্ছে তা সৃষ্টিকর্তা জানেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা রাখতে পারি না। আর আমরা এমন মানুষ নই যে, আমাদের ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করব।’ পেশাগত আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখেন রাশমিকা। এই অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কী বলছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে পেশাগতভাবে কেউ কিছু বললে, ‘সেটা মাথায় রাখি এবং কাজ করি। এখন পর্যন্ত কেউ নিষিদ্ধ করেননি।’ উল্লেখ্য, রাশমিকা-বিজয় সম্প্রতি বাগদান করে গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়েছেন।