বলিউডে শুরু হতে চলেছে এক নতুন শিল্পযাত্রা। কিংবদন্তি চিত্রশিল্পী অমৃতা শেরগিলের জীবনের ওপর ভিত্তি করে পরিচালক মীরা নায়ার তৈরি করছেন এক মহাকাব্যিক বায়োপিক। ছবির কাজের নাম আপাতত ‘অম্রি’। এই ছবিতে বিশেষ একটি অতিথি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী টাবুকে। ‘অম্রি’ প্রকল্পটি মীরা নায়ারের বহুদিনের স্বপ্ন। সূত্রের খবর, ২০২০ সালে ‘আ স্যুটেবল বয়’ মুক্তির পর থেকেই তিনি এ ছবিটি করার পরিকল্পনা করেন। চার বছর ধরে তিনি প্রযোজকদের রাজি করানোর চেষ্টা চালান, অবশেষে বড় মাপের এ পিরিয়ড ড্রামাটি সবুজ সংকেত পেয়েছে। ছবিটি ১৯১৫ থেকে ১৯৪১ পর্যন্ত অমৃতার জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরবে। ভারত, হাঙ্গেরি এবং ফ্রান্স-তিনটি দেশেই চলবে ছবির শুটিং। এখনো পর্যন্ত ছবির মুখ্য চরিত্রের নাম ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ছবিটিতে বলিউডের প্রায় ১৫ জন অভিনেতা অভিনয় করবেন। অভিনেত্রী তানিয়া মানিকতলা ইতোমধ্যেই জানিয়েছেন যে তিনি এ ছবির কেন্দ্রীয় চরিত্রে নন, ফলে প্রধান ভূমিকায় কে থাকছেন তা নিয়ে রহস্য আরও গভীর হয়েছে। মার্চ ২০২৬-এ শুটিং শুরু হবে বলে জানা গেছে, আর ডিসেম্বরের মধ্যেই প্রকাশ পাবে চূড়ান্ত কাস্ট লিস্ট।