ঢালিউড বিউটি কুইন খ্যাত অভিনেত্রী শাবানা জানালেন, তিনি এখন পুত্র, পুত্র বধূ, কন্যা, জামাতা আর স্বামীকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছেন। তাঁর স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এখন সুস্থ আছেন। যুক্তরাষ্ট্র থেকে শাবানা মুঠোফোনে আরও বলেন, কিছুদিন আগে কারা যেন আমার স্বামীর মৃত্যুর এবং আমি নাকি ঢাকায় এমন গুজব রটিয়েছিল। এমন গুজব ছড়াতে তাদের বিবেকে কি একটুও বাধল না। এর আগে আমিসহ আরও কয়েকজন শিল্পীর মৃত্যুর গুজব পর্যন্ত রটিয়ে ছেড়েছে তারা। এসব করে তারা হয়তো তাদের পোর্টালে ভিউ বাড়িয়ে লাভবান হতে পারে, কিন্তু এতে যে একটি পরিবার, তার আত্মীয়স্বজন এবং ভক্তরা কতটা উদ্বেগজনক ও বিব্রতকর অবস্থায় পড়তে পারে যারা এসব করে তারা কি তা একবারও ভেবে দেখে না। শাবানা বলেন, আমার স্বামীর অসুস্থতার খবর শোনার পর দেশ থেকে যে পরিমাণে মানুষ ফোন দিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন তাতে আমরা অভিভূত। আমরা ভাবতে পারিনি দীর্ঘ সময় প্রবাস জীবনযাপন করা সত্ত্বেও দেশের মানুষ এখনো আমাদের এত ভালোবাসে। আমরা আমাদের দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ। তাদের এ ভালোবাসার ঋণ হয়তো কখনো শোধ করতে পারব না।