আসছে নতুন এক সুরেলা উপহার ‘বলোনা তুমি কোথায়?’ দ্বৈত রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয়শিল্পী পিয়াল হাসান; সঙ্গে রয়েছেন নোশিন তাবাসসুম স্মরণ। গানের কথা-সুর কামরুন্নাহার শিপু আর সংগীতপরিচালনায় সাব্বির জামান। পুবাইলের মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটির পরিচালনায় লতা আচারিয়া ও শান সায়েক। মিষ্টি ও রোমান্টিক আবহের এই মিউজিক ভিডিওতে অভিনয় করছেন পিয়াল হাসান, নোশিন তাবাসসুম স্মরণ, শিপন মিত্র ও জারিন রহমান। গানটির সিনেমাটোগ্রাফিতে আল আমিন। গানটি নিয়ে পিয়াল হাসান বলেন, ‘ভালোবাসা, হারিয়ে যাওয়া আর স্মৃতির মিশেলে সাজানো এই গানের গল্পটি চিত্রায়ণে রোমান্টিকতার আবহ তৈরি করেছে এক সুন্দর অনুভূতির জগৎ। আশা করছি, সবার ভালো লাগবে গানটি। এ গানটির আগে আমার একটি গান প্রকাশ হয়েছে; ভ্যালেন্টাইনস ডেসহ আরও ৩টি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’ স্মরণ বলেন, ‘পিয়াল ভাইয়ের সঙ্গে আগেও গান করেছি। তিনি গান নিয়ে খুবই খুঁতখুঁতে মানুষ। তাই যত্ন নিয়ে দুজনে গানটি করেছি। আশা করছি, সবার পছন্দ হবে।’ আজ রাত ৯টায় পিয়াল হাসানের অফিশিয়াল ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে ‘বলো না তুমি কোথায়’।