বলিউডের দুষ্টু আর মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহার গল্প যেন শুধুই ডালপালা মেলছে। জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই সোনাক্ষী সিনহাকে নিয়ে নানা খবর। অনেকেই বলেছিলেন, অভিনেত্রীর বিয়ের সিদ্ধান্তে নাকি আঘাত পেয়েছে সিনহা পরিবার। ভিন ধর্মে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করায় নাকি আপত্তি জানায় সিনহা পরিবার। তবে মেয়েকে শত্রুঘ্ন সিনহা যে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটা নিজেই জানান। ফলে বিয়েতেও আপত্তি করেননি। কিন্তু, এবার গারদের পেছনে কেন সোনাক্ষী।
মাত্র কয়েক বছর আগে সোনাক্ষী একটি প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। তারই প্রচারস্বরূপ একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় সোনাক্ষী সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন বিজ্ঞাপন চোখে পড়ে শত্রুঘ্নর। বেজায় ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে ওই সংস্থার প্রতিষ্ঠাতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। মেয়েকে নিয়ে যা দেখছেন, তার সত্যতা জানতে চান। অভিনেতা বিচলিত হয়ে ওঠেন শ্রীঘরে থাকা সোনাক্ষীর ছবি দেখে। যদিও পরে অভিনেতাকে আশ্বস্ত করতে চিন্তামুক্ত হন তিনি। অভিনেত্রী অতীতে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে নিয়মের কড়াকড়ি রয়েছে। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন অভিনেত্রীর মা। সেই কারণে অনেক সময় সোনাক্ষীর সঙ্গে বর্তমান স্বামী অর্থাৎ তৎকালীন প্রেমিক জাহিরের বেশ রাগারাগিও হয়েছে। যদিও এখন তিনি ঝাড়া হাত-পা।
বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে বড়পর্দায় পথচলা শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। তার অভিনয়জীবনের সেই যাত্রা শুরু হয়েছিল ‘দাবাং’ ছবির মাধ্যমে। তখন থেকেই তিনি বলিউডের আলোচনায় আসেন। পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়। নানা চড়াই-উতরাই পার হয়ে আজও তিনি রয়ে গেছেন সিনেমার ভুবনে। সর্বশেষ তাকে বড়পর্দায় দেখা গেছে ভাই কুশ সিনহা পরিচালিত ‘নিকিতা রায়’ ছবিতে। যদিও ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, তবে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সোনাক্ষী। সামনে আরও কিছু দাপুটে চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে আলাপচারিতায় নিজের অভিনয়ভ্রমণ ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। সালমান খানের বিপরীতে ‘রাজ্জো’ চরিত্রে অভিনয় করে তিনি এক লাফে পৌঁছে যান দর্শকের হৃদয়ে। ছবিটি মুক্তির পর বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। সোনাক্ষী শুধু সালমানের নায়িকা হয়ে ওঠেননি, হয়ে উঠেছিলেন বলিউডের নতুন সংবেদন।