Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:১৭

হেনস্তার শিকার হয়েছিলেন ইলিয়েনাও

অনলাইন ডেস্ক

হেনস্তার শিকার হয়েছিলেন ইলিয়েনাও

বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজও ইভটিজিং, হেনস্তার শিকার হয়েছিলেন। সম্প্রতি নায়িকা নিয়েই জানিয়েছেন সেই ভয়াবহ  সেই অভিজ্ঞতার কথা। তিনি আরও জানান, সংকটপূর্ণ ওই সময়টিতে বাবা-মাকে পাশে পেয়েছিলেন তিনি। তাই সাহসের সঙ্গেই সেই নেতিবাচক পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সক্ষম হয়েছেন। 

সম্প্রতি নিজের টুইটারে এসব কথা জানান ইলিয়েনা। টুইটারে একটি প্রতিবেদনের লিঙ্ক পোস্ট করেন ইলিয়েনা। প্রতিবেদনটিতে লেখা রয়েছে, আমি আমার প্রাক্তন প্রেমিকের কয়েকটি নোংরা এসএমএস ও ভয়েস নোট লিক করছি। সে-ই আমাকে এমনটা করতে বাধ্য করল।

ইলিয়েনা এই মেয়েটির প্রশংসা করে বলেন, ও সাহস করে সত্যিটা সকলের সামনে বলতে পেরেছে। মেয়েটি যেই হোক, ওর জন্য আমার সম্মান রইল।

এরপরই নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইলিনা। তিনি বলেন, এরকম হেনস্তার শিকার তাকেও হতে হয়েছিল। 'ট্রমাটিক' হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন মা-বাবা। সবসময় সাহস জুগিয়েছিলেন তারা।


বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা


আপনার মন্তব্য