Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৩ মার্চ, ২০১৭ ০৫:৪৩
আপডেট : ৩ মার্চ, ২০১৭ ০৫:৪৫

অস্ট্রেলিয়ায় বিলাসবহুল ভাড়া বাড়িতে অ্যাডেলে

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় বিলাসবহুল ভাড়া বাড়িতে অ্যাডেলে
ফাইল ছবি

পপ সঙ্গীতশিল্পী অ্যাডেলে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে পাঁচটি পুরস্কার জয় করেছেন। এবার এই পপ গায়িকা অস্ট্রেলিয়া ট্যুরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর সে কারণেই তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে ভাড়া নিলেন বিলাসবহুল একটি বাড়ি।

জানা গেছে, যে বাড়িটি অ্যাডেলে ভাড়া নিয়েছেন, সেটি আসলে একটি শুটিং হাউজ। ১৯৯৩ সালে প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার দিয়ে এই বাড়িটি নাকি কেনা হয়। আর প্রতি সপ্তাহে এই বাড়ির জন্য ভাড়া বাবদ গুনতে হয় ২৪ হাজার মার্কিন ডলার।

শুধু ট্যুরের উদ্দেশ্যেই নয়, অঘোষিত হানিমুনটিও নাকি সেখানেই সেরে ফেলার ইচ্ছা অ্যাডেলে এবং সিমোন কিনোস্কি দম্পতির। নতুন বছরের শুরুতেই বিয়ের পর্ব সেরে ফেলেন এই তারকা জুটি। তাদের সংসারে অ্যাঞ্জেলো নামের পাঁচ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

সূত্র- ডেকান ক্রনিকলস

 

বিডি-প্রতিদিন/ ৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫


আপনার মন্তব্য