চলচ্চিত্র নির্মাণে আর মানুষের প্রয়োজন নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়েই সব সম্ভব—এমন মন্তব্য করেছেন ভারতীয় নির্মাতা শেখর কাপুর। তিনি বলেন, ‘অভিনেতা নয়, এখন এআই তারকাদের নিয়েই সিনেমা বানাব।’
সম্প্রতি ভারতের 'ওয়েভস সামিট ২০২৫'-এ তিনি এই মন্তব্য করেন। বলেন, শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের মতো তারকাকে নিয়ে নয়, বরং এআই প্রযুক্তির মাধ্যমে নিজেই তারকা তৈরি করে সিনেমা বানাব।
শেখর কাপুর বলেন, ‘অভিনেতারা শুধুই অভিনয় করেন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন তারকা তৈরি করা যাবে যারা মানুষের মতোই বাস্তব মনে হবে। ছেলে হোক বা মেয়ে—এই তারকার কপিরাইট থাকবে নির্মাতার হাতে।’
সোশ্যাল মিডিয়ায় এআই নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অনেক জনপ্রিয় ইন্টারনেট ইনফ্লুয়েন্সার আছেন, যারা আদতে মানুষ নন। তাদের তৈরি করা হয়েছে এআই দিয়ে। এই প্রযুক্তিই ভবিষ্যতে চলচ্চিত্র দুনিয়ায় জায়গা করে নেবে।
শেখর কাপুর আরও বলেন, ‘আমার শাহরুখ খান বা অমিতাভ বচ্চনকে প্রয়োজন নেই। আমি নিজের মতো করে চরিত্র নির্মাণ করব, নিজেই তারকা তৈরি করব। আমি যদি দক্ষ হই, তাহলে আমার তৈরি তারকাকেও দর্শক ভালোবাসবে।’
চলচ্চিত্র জগতে অতিরিক্ত পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন অনেক পরিচালক ও প্রযোজক। একাধিকবার শোনা গেছে, সিনেমা ফ্লপ করলেও তারকাদের মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে গিয়ে প্রযোজকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
বিডি প্রতিদিন/আশিক