কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির।
‘মায়ার সিংহাসন’ নামে এ উপন্যাসের উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে এ গায়িকার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন। কথাসাহিত্যিক মুক্তাদির জানান, আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে গীতি-উপন্যাস ‘মায়ার সিংহাসন’। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
তিনি জানান, “যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি- যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।”
উপন্যাসটির বিষয়ে রুনা লায়লা এক ভিডিও বার্তায় বলেছেন, “এই উপন্যাস আমাকে নিয়ে লিখেছে, আশা করি ভালো লাগবে। আপনারা পড়বেন।”
বইটি সম্পর্কে চন্দ্রবিন্দু প্রকাশন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব- সবকিছুর মধ্য দিয়ে এ উপন্যাস পাঠককে নিয়ে যাবে এক মায়াবী সুরলোকের ভেতর। লেখকের কলমে, শব্দ যেন সুরে রূপ নেয়, আর সুরের ভেতর থেকে জন্ম নেয় গল্প।
গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে নতুন সংযোজন দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি পাঠকদের নতুন এক সাহিত্য পাঠের অভিজ্ঞতা উপহার দেবে। বইটি রুনা লায়লার কিংবদন্তি জীবন, সুর ও মায়ার স্মারক হয়ে উঠবে বলে আশা প্রকাশনা সংস্থাটির।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ