আপাতত বলিউড থেকে দূরে এক মালয়লি ছবির পরিচালনায় ব্যস্ত অনুরাগ কাশ্যপ। দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগেছেন ‘গ্যাংস্ অফ ওয়াসেপুর’-এর পরিচালক। কয়েক বছর আগে তার মদ্যপানের মাত্রা খুব বেড়ে যায়। শুধু নাকি মদ্যপান নয়, তিনি গাজায়ও আসক্ত। সঙ্গে নাকি রয়েছে মাদকসেবনের অভ্যাস। অনুরাগের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের কারণ প্রকাশ্যে আনলেন পরিচালক।
মুম্বাইয়ের জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। থাকছেন দক্ষিণ ভারতে। এখন অনেকটাই ভাল আছেন অনুরাগ, নিজেই স্বীকার করেছেন সে কথা।
মুম্বাইয়ের অভিজ্ঞতার একেবারে উল্টো পরিস্থিতি দক্ষিণে, মত পরিচালকের। মুম্বাই ছেড়ে যাওয়ার পরেই তার জীবন, রোজকার অভ্যাস— সব ভাল হতে থাকে, দাবি পরিচালকের।
তার কথায়, “লোকজনকে অযথা সময় দিতে হয় না এখানে। স্বাভাবিক ভাবেই, আমি ব্যায়াম শুরু করেছি, লেখাও শুরু করেছি।”
অনুরাগ জানান, এর পরও নাকি লোকে ভাবেন তিনি নেশাগ্রস্ত। অনুরাগের দাবি, এর পেছনে আসল কারণ হল তার বড় বড় দুটো চোখ।
বলিউডের এই পরিচালক বলেন, ‘‘আমার চোখগুলো বড়। তাই লোকে ভাবে আমি খুব নেশা করি। গাঁজা থেকে মাদক, সব ধরনের নেশা আমি করি বলেই লোকে ভাবে। আমার কি দোষ বলুন তো, যদি চোখ দুটো বড় হয়!’’
সম্প্রতি অভিনেতা এও জানান, তাকে কেউ ‘ওয়াসেপুরওয়ালা’ বলে ডাকলে তিনি রেগে যান। অনুরাগ বলেন, ‘‘কেউ যদি ওয়াসেপুরওয়ালা বলে ডাকে আমাকে, মনে হয় জুতো খুলে মারি।’’
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম