৬ জুন, ২০২২ ১৭:৩৭

পাগানিনি হতে চাই

আসিফ ইকবাল

পাগানিনি হতে চাই

আসিফ ইকবাল

বেহালা বাজাতে পারো?
প্রশ্ন শুনেই চোখ বড় করে তাকালে 
কি যেনো বলেছিলে উত্তরে, শুনিনি। 
আমি তখন নেশাতুর চোখে তোমায় দেখছি
বরফ কুঁচি মিশিয়ে ভদকা গিলছি, আর-
লোলুপ দৃষ্টিতে পিনোন্নত বুক, সুডৌল নিতম্ব স্পর্শের কাতরতায় ভুগছি 
আমি নেশা করছি শুধু বুকের উষ্ণতায় জড়িয়ে
তোমাকে আদর করবো বলে!

কখনও পিটপিট করে, কখনও চোখ বড় করে দেখছিলে আমাকে
ভদকার নেশায় বিভোর আমার চুল বিলি করে বললে-
আমার "পাগানিনি"! 

তোমার কন্ঠে পাগানিনি শুনে বিস্মিত আমি
নিকোলা পাগানিনি; ইতালির বিশ্বখ্যাত বেহালাবাদক
নোট, ছড়ের কম্পোজিশনে সুরের মাদকতা বেহালায় তুলতেন
সুরের মূর্চ্ছণায় মুগ্ধতার চাদরে ঢেকে রাখতেন পারমা, রোম, প্যারিস, ভিয়েনা! 

বেহালার জাদুকর পাগানিনি-
সুরের জাদুতে মোহক করে রাখা ধ্যান, জ্ঞান
মদ, নারী,জুয়া- নিত্যরাতের সহচর
বেহালার মাতাল সুরে নারীর নগ্নতা উপভোগ 
বেহালায় সুরের জাদুর খেলা, উশৃঙ্খল জীবন
"রহস্যময়" ছিলেন পাগানিনি
ইউরোপের নারীকূল বেহালাবাদকের বাহুলগ্না হতো অবলীলায়!
তোমার চোখে আমি ‘সেই’ পাগানিনি!

মদের আসরে পরিচয় তোমার আমার 
সবার "স্বপ্ন বালিকা" আমার সহচরী
নেশার ঘোরে রাতভর তোমার উষ্ণতা পেয়ে ক্লান্ত আমায়
পরম ভালাবাসায় ঘুম পাড়াও!
আড়াইশ বছর আগেও পাগানিনিকে কোনো নারী 
এমন যতনে ঘুম পাড়াতো!

প্রতি রাতে বেহালাবাদক হতে চাই। ছড়ের খেলায় সুর তুলতে চাই
প্রতিরাতেই তোমার ভালোবাসা পেতে পাগানিনি হতে চাই!
ভালোবাসবে তো আমাকে?

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর