শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

দক্ষিণ সুদানে ব্র্যাক কর্মকর্তা খুন

দক্ষিণ সুদানে ব্র্যাক কর্মকর্তা খুন

দক্ষিণ সুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা হাবিবুর রহমান (৪৫) খুন হয়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকার ব্র্যাকের কেন্দ্রীয় কার্যালয়। ব্র্যাকের শিক্ষা কার্যক্রমের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশি হাবিবুর রহমান দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে ইয়েই যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। ব্র্যাক কর্মকর্তারা জানান, যুবার অদূরে ইয়েই এলাকায় ব্র্যাকের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর তদারকির জন্য বুধবার একটি গাড়িতে করে ইয়েই যাচ্ছিলেন হাবিব। চালকের ভাষ্য অনুযায়ী, ইয়েই এলাকার ৩০ কিলোমিটার আগে কয়েকজন লোক গাড়ির গতিরোধ করে। তারপর চালককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। হাবিব তখনো গাড়িতে ছিলেন। বিষয়টি স্থানীয় থানায় জানানোর পর পুলিশ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি খুঁজে পায়। কিছুটা দূরে ছুরিকাহত হাবিবুর রহমানকে পাওয়া যায়। স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিবুর রহমান ব্র্যাকের হয়ে ২০০৯ সাল থেকে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯০ সালে ব্র্যাকে যোগদান করে একনাগারে ২২ বছর কাজ করেছেন। তার স্ত্রী একজন স্কুল শিক্ষিকা ও সন্তান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিবের অকাল মৃত্যুতে শোকাহত ব্র্যাক তার পারিবারকে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। ব্র্যাক ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক জালাল উদ্দিন আহমেদ জানান, সুদানে হাবিবুর রহমানের পোস্টমর্টেম হয়েছে। কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো হলেই দ্রুততম সময়ের মধ্যে লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের জন্য ব্র্যাকের পক্ষ থেকে দক্ষিণ সুদান কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

 

 

সর্বশেষ খবর