শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

আরও কমল সোনার দাম

আরও কমল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের কারণে (৪ শতাংশের বেশি) এক মাসের ব্যবধানে আবারও দেশে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। গতকাল থেকে সোনার এ নতুন দর কার্যকর করা হয়। তবে রুপার দামে কোনো পরিবর্তন হচ্ছে না। এর আগে গত ১৯ মে বাজুস সোনার দাম কমায়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮৬৩ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪০ হাজার ৮২৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে ২৮ হাজার ৫৭৬ টাকা ভরি। এর পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম আগের মতোই থাকছে। যা এক হাজার ৩৯৯ টাকা।

গত বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৭৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪১ হাজার ৮১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৯ হাজার ৫০৯ টাকা। গতকাল থেকে সোনার দাম কমানোর ফলে ভরি প্রতি ২২ ক্যারেট সোনার দাম আগের দরের চেয়ে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯৩৩ টাকা কমেছে। এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, 'সোনার আন্তর্জাতিক বাজার অস্থির। প্রতি আউন্স সোনার দর এক হাজার ৩০৫ ডলারে নেমে যাওয়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় উত্থান-পতন হলে আবারও সোনার দর পুনঃনির্ধারিত হবে। উল্লেখ্য, বিশ্ববাজারে গত বৃহস্পতিবার এক ধাক্কায় সোনার দাম ৪ শতাংশের বেশি কমেছে। যা প্রায় গত ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

 

 

সর্বশেষ খবর