শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

মানবতাবিরোধীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে

একাত্তরে মানবতাবিরোধী ও যোগসাজশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের আপিল নিষ্পত্তি হলেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। জামায়াতের সাবেক সদস্য পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের নামও বাদ যাচ্ছে।

দণ্ডিতরা কোনো নির্বাচনেও অংশ নিতে পারবেন না। কমিশনে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪৭ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। জানতে চাইলে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, 'আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা পাঠানো হয়েছে। নামগুলো এখনো আমি দেখিনি। কমিশন বৈঠকে এটি উপস্থাপন করা হবে।' ১৯৭২ সালের যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। জাতীয় বা আন্তর্জাতিক আদালত-ট্রাইব্যুনালে দণ্ডিত হলে তাদের সংসদ নির্বাচনে নিষেধাজ্ঞা রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশেও। জানা গেছে, ওই তালিকায় রাজবাড়ীর ৪, চট্টগ্রামের ৪, কুমিল্লার ৩১, নোয়াখালীর ৭ ও ঝিনাইদহের ১ জনের নাম রয়েছে। দণ্ডিতরা কবে, কত দিন জেল খেটেছেন এবং কবে মুক্তি পেয়েছেন তাও উল্লেখ রয়েছে। অনেকের নামের পাশে রাজাকার পরিচয় রয়েছে। তবে কারও কারও বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ নেই। কর্মকর্তারা জানান, চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার ও সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর এই দণ্ডিতদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে। সে অনুযায়ী ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে দণ্ডিতদের তালিকা চেয়ে গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সংবিধানের ১২২ অনুচ্ছেদের দফা ২ (ঙ)-এর বিধান অনুযায়ী দণ্ডিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন। সংবিধানে 'ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা' বিষয়ে এ অনুচ্ছেদে বলা আছে, 'তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন' তাহলে ভোটার তালিকাভুক্ত হবেন। চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসিতে ৪৭ জনের নাম পাঠায়। স্বাধীনতার পর বিভিন্ন নির্বাচনে এদের অনেকেই ভোটার তালিকায় ছিলেন। এখন কারা বেঁচে আছেন তার তথ্য অবশ্য নেই।

সর্বশেষ খবর