শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে

কাজী জাফর

সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে

সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। চার সিটি নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী ঝাঁকুনি খেয়ে বেসামাল হয়ে পড়েছেন বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ।

গতকাল ফেনীর শিল্পকলা একাডেমীতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকার হেফাজতে ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। হেফাজতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দিয়েছিল সরকার। তাহলে কোন অপরাধে শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ঘোষণা না দিয়ে ১৪৪ ধারা জারি না করে রাতের অন্ধকারে যৌথবাহিনী নিয়ে গুলি করে তাদের তাড়িয়েছে। কাজী জাফর বলেন, তিনি কার লিখে দেওয়া কথা পড়ে বলছেন হেফাজতের নেতা-কর্মীরা গায়ে রং মেখে অভিনয় করেছে তা বুঝতে পারছি না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি সংসদে বলেছেন, তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচনই হবে না। আমার মনে হয় শেখ হাসিনা বেসামাল হয়ে পড়েছেন। সরকার জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে। আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রপতি বানাবে বলে কথা দিয়ে কথা রাখেনি। সরকার কোনো কথাই রাখেনি। সরকারি দল আগামী নির্বাচনে ১০-১২টি আসনে জয়ী হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের অবস্থা জাতীয় নির্বাচনে মুসলিম লীগের মতোই হবে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোট থেকে বের হওয়ার সময়টি নির্ধারণ করবেন পার্টির চেয়ারম্যান। এ বিষয়ে পার্টির সব নেতা-কর্মীর পল্লীবন্ধুর প্রতি আস্থা আছে। তিনি বলেন, দেশ আজ মহাসংকটে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এরশাদের প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা অনেক বেশি। পার্টিকে সংগঠিত করে এ দেশের মানুষের সমর্থন নিয়ে আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় যাবে। এটাই হোক এ প্রতিনিধি সম্মেলনের অঙ্গীকার। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী সালমা ইসলাম।

 

 

সর্বশেষ খবর