শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

খালেদা-এরশাদ বৈঠকের খবরের ভিত্তি নেই : বিএনপি

সিঙ্গাপুরে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান কিংবা এইচএম এরশাদের কোনো সাক্ষাৎ হয়নি জানিয়ে বিএনপি বলেছে, কিছু গণমাধ্যম এ ধরনের 'ভিত্তিহীন প্রতিবেদন' প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। গতকাল সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, 'বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ১৬ জুন সিঙ্গাপুর গেছেন। অথচ দেশের একটি পত্রিকায় খবর হয়েছে, সিঙ্গাপুরে মা-ছেলে বসে মাস্টার প্ল্যান করেছেন। আরেকটি পত্রিকায় লিখেছে, ওই সাক্ষাৎ সিঙ্গাপুরে নয়, সৌদি আরবে হবে। আরেকটি পত্রিকায় বলা হয়েছে, সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছে।' এসব সংবাদ 'ভিত্তিহীন ও সত্যের অপলাপ' মন্তব্য করে তিনি বলেন, 'আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এসব সংবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, 'যখন গণমাধ্যমে সত্যের সঙ্গে সম্পর্কহীন সংবাদ প্রকাশ পায়, আমরা তখন ব্যথিত হই।' সিঙ্গাপুরে মহাজোটের শরিক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে রিজভী বলেন, 'এটি ভিত্তিহীন সংবাদ। কেন সিঙ্গাপুরে বৈঠক করতে হবে? এখানে গোপন বৈঠকের কী আছে?' দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও 'অসত্য সংবাদ' পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানান রিজভী। তিনি জানান, কেন্দ্রীয় নেতাদের জেলায় জেলায় সাংগঠনিক সফরের কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর