শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

আত্মবিশ্বাস কাল হয়েছে

আত্মবিশ্বাস কাল হয়েছে

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চার সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে অতি আত্মবিশ্বাসই কাল হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ এবার ভুল থেকে শিক্ষা নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এই হলের সাবেক এ ছাত্রনেতা বলেন, যারা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে 'আশাহত', তাদের দলে আমি নই। পরাজয়ে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটই আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে মুক্তি লাভ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের 'ঈর্ষণীয় সাফল্য' থাকলেও 'কিছু আচারণগত, কৌশলগত ও সাংগঠনিক' ভুলের কারণে পরাজয় হচ্ছে। জেতার আগেই জিততে গিয়ে হেরে গেছি। তিনি বলেন, ব্যর্থতার কোনো অপশন ফাঁকা রাখা হয়নি- এটাই আমাদের ভুল। উন্নয়ন কর্মকাণ্ডের পরও চার সিটিতেই সরকার সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে যোগোযোগমন্ত্রী বলেন, মানুষ শুধু উন্নয়নের জন্যই ভোট দেয় না। সূর্যসেন হলের এ অনুষ্ঠানে এলামনাইর আহ্বায়ক সিরাজুম ইসলাম মুনীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপসহ হলের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর