রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

\\\'আত্মবিশ্বাসী\\\' আজমত হারলেন নিজ কেন্দ্রেও

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান নিজের জয়ের ব্যাপারে ছিলেন কনফিডেন্ট (আত্দবিশ্বাসী)। গাজীপুরের সর্বস্তরের মানুষের কাছেই আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বলেও মনে করেন আজমত উল্লাহ। টঙ্গী থেকে বার বার নির্বাচিত মেয়র আজমত উল্লাহ এবার নির্বাচনে চষে বেড়িয়েছেন তার পুরো নির্বাচনী এলাকা। এলাকাবাসীর মতে, ভোটারদের মন জয় করার অসাধারণ ক্ষমতাও রয়েছে সদাহাস্যোজ্জ্বল আজমতের। তারপরও নিজ কেন্দে হারলেন আজমত, জিতলেন মান্নান। গতকাল সকালে নিজ নিজ এলাকার ভোট কেন্দে ভোট প্রদান করেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী। সকাল পৌনে ৯টায় টঙ্গী বাজার এলাকায় লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ভোট দেন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। ওই কেন্দ্রে আজমত উল্লাহ খান দোয়াত-কলম মার্কায় ৭১০ ভোট পান এবং অধ্যাপক এমএ মান্নান পান ৮২০ ভোট। নিজ কেন্দে মান্নানের কাছে ১১০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আজমত।

অপরদিকে ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী অধ্যাপক এমএ মান্নান গতকাল নিজ এলাকার সালনা ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দে সকাল সোয়া ৯টায় ভোট দেন। ওই কেন্দ্রে মান্নান ১২৩৪ ভোট পান এবং আজমত উল্লাহ পান ৪১৩ ভোট। ৮২১ ভোটের ব্যবধানে অধ্যাপক এম এ মান্নান বিজয়ী হয়েছেন। টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান নিজ কেন্দ্রে ব্যাপক ব্যবধানে পরাজিত হওয়ার ঘটনায় গাজীপুরবাসীর মধ্যে আলোচনার ঝড় বইছে।

 

 

সর্বশেষ খবর