রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

গাজীপুর জাতীয় নির্বাচনের ইঙ্গিত বহন করে

মনজুরুল আহসান খান

গাজীপুর জাতীয় নির্বাচনের ইঙ্গিত বহন করে

গাজীপুর সিটি করপোরেশনের এ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের কী ফলাফল হবে তার ইঙ্গিত বহন করে বলে মনে করেন প্রবীণ বামপন্থি নেতা মনজুরুল আহসান খান। নির্বাচনী ফলাফলের তাৎক্ষণিক বিশ্লেষণ তুলে ধরে গতকাল রাত সাড়ে ৮টায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের এই বিপর্যয় আওয়ামী লীগ, ১৪ দল বা মহাজোটের জন্য অশনি সংকেত। নির্বাচনের বেসরকারি ফলাফল সম্পর্কে গতকাল মুঠোফোনে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এই উপদেষ্টার মতে, গাজীপুর সিটির এ নির্বাচনকে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তবে বাস্তবে এটি দুই জোটের নির্বাচন। এটা স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এতে নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই শ্রমিক নেতা বলেন, সারা দেশে ১৪ দল বা মহাজোট সরকারের গণবিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে উঠেছে। তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই গাজীপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেয়নি জনগণ। তবে বিএনপিকে দিয়েছে, এমনটাও নয়। মানুষ আওয়ামী লীগের বিকল্প খুঁজতে গিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। এটা বিএনপির জয় নয়। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচন থেকে আওয়ামী লীগ শিক্ষা নেয়নি। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। চরম উগ্র ও মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলামকেও কাছে টানতে চেয়েছে। তবে এখানে আওয়ামী লীগ বা বিএনপির সমস্যা নয়। এটা বামপন্থিদের ব্যর্থতা। বামপন্থিরা এখনো জনগণের প্রত্যাশিত বিকল্প শক্তি গড়ে তুলতে পারেনি।

 

 

সর্বশেষ খবর