শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ফল মেনে নেওয়ার সংস্কৃতি গড়ুন : সিইসি

জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনারা জনরায় মেনে নিন। ফল মেনে নিয়ে সুস্থ রাজনৈতিক চর্চার সংস্কৃতি গড়ে তুলুন। গতকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন শেষে রাজধানীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সিইসি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের মাধ্যমে জনগণ প্রতিনিধি নির্বাচন করেন। আপনারা জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। জিতুন বা পরাজিত হোন_ বিজয় মিছিল বা কোনো শো-অফ করবেন না। জনরায় মেনে নিয়ে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ঐতিহ্য গড়ে তুলুন। তিনি বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হওয়ায় সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ জানাই। ভোটের সময় প্রার্থী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সব ধরনের ভয়ভীতির ঊধের্্ব থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী। এ জন্য গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যমের সজাগ অবস্থানের কারণে কারচুপির আর সুযোগ নেই। আজকাল যে সিস্টেম হয়েছে, স্বচ্ছ ব্যালট বাঙ্ হয়েছে, তার ওপর সবার যে সতর্ক দৃষ্টি_ তাতে কেন্দ্র দখল, কারচুপি, ভোট ডাকাতি করা সম্ভব নয়।

নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করারও অনুরোধ জানান সিইসি। তিনি বলেন, আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবসময় সজাগ থাকবে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর