রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

নির্বাচনকে বিতর্কিত করতে চায় বিএনপি

তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়কের দাবি জোরদার করতেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক বলেই তারা এ নির্বাচনকে বিতর্কিত করে তাদের দাবিকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা জানে নির্বাচন সুষ্ঠু হলে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি ম্লান হয়ে যাবে। তাই তারা এ নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক তারা এ নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। নির্বাচনে সরকার প্রভাব খাটানোর চেষ্টা করছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ৩৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এতে দু-একটি কেন্দ্রে কিছু গোলমালের ঘটনা ঘটতেই পারে। তবে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে। তা ছাড়া বিএনপি মহাসচিবের বক্তব্যের সঙ্গে তাদের দলের প্রার্থীর কথার মিল নেই। আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে আবারও এমন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। এ নির্বাচনগুলো গণতান্ত্রিক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও গণতান্ত্রিক সরকারের অধীনেই হবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনে হয় বাংলাদেশেও সেই নিয়মে নির্বাচন হবে। নির্বাচনে কারচুপি হলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে_ বিএনপি নেতাদের এমন হুমকির জবাবে তোফায়েল আহমেদ বলেন, তারা এর আগেও অনেকবার সরকারের বিদায় ঘণ্টা বাজাতে চেয়েছিল। তারা বলেছিল, রোজার পরে, ঈদের পরে, পূজার পরে ঘণ্টা বাজবে। এভাবে তারা ৪৮ ঘণ্টার সময়ও দিয়েছিল। কিন্তু সরকারের বিদায় ঘণ্টা বাজেনি, বাজবেও না। তিনি বলেন, অসত্য কথা বলতে বলতে বিএনপি ক্লান্ত হয় না। কারণ এটা তাদের অভ্যাস। ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার নিবন্ধ লেখার পরে তাদের দলের নেতারা বাহ বাহ দিয়েছিলেন। এখন জিএসপি সুবিধা স্থগিত হওয়ার পরে তারা তা অস্বীকার করছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আ ফ ম বাহাউদ্দিন নছিম, ফরিদুন্নাহার লাইলী এমপি, অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ।

সর্বশেষ খবর