রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ফল পাল্টানোর 'নীলনকশা' করলে প্রতিরোধ : ফখরুল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল পাল্টানোর 'নীলনকশা' চলছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করে বলেন, 'সরকার গাজীপুর নির্বাচনে জনরায়কে পাল্টানোর নীলনকশার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নির্বাচনে কোনো কারচুপি হলে তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। গাজীপুর নির্বাচন নিয়ে গতকাল দিনভর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পর্যবেক্ষণ করে বিএনপি। এ নিয়ে দলের পক্ষ থেকে তিন দফা সংবাদ সম্মেলনও করা হয়। সন্ধ্যার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়েও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিনিয়র নেতারা ফলাফল মনিটরিং করেন। নয়াপল্টনে তিন দফা সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নানা অভিযোগ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েও অভিযোগ করে আসেন। মির্জা ফখরুল দুপুরে বলেন, আমরা খবর পেয়েছি, বিভিন্ন কেন্দ্রে ধীর গতিতে ভোট নেওয়া হয়েছে। এ সময় তিনি বেশ কয়েকটি কেন্দ্রের চিত্র তুলে ধরেন। তার অভিযোগ বিভিন্ন কেন্দ্রে সরকারের নিয়োজিত লোকজন ব্যালট পেপারে সিল মেরে ভোট দিচ্ছে। বিভিন্ন স্থানে ১৮ দলীয় জোট সমর্থিত পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের ভয়-ভীতি দেখানো হয়েছে। ব্যালট পেপার ছিঁড়ে তা সরবরাহের অভিযোগ করে ফখরুল বলেন, প্রগতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া হয়েছে। সরকার আগুন নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। গাজীপুর নির্বাচনে ফলাফল বদলের চেষ্টা হলে সরকারের 'মৃত্যুঘণ্টা' বাজবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারি দল সবই নিয়ন্ত্রণ করে, আর সরকার নিয়ন্ত্রণ করে আমু, তোফায়েলের মতো নীতিনির্ধারকরা। তারা ঠিক করেন কে প্রিসাইডিং, রিটার্নিং অফিসার হবেন, আইনশৃঙ্খলার দায়িত্বে কোন কর্মকর্তা থাকবেন। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনায় সরকার সমর্থকরা প্রভাব বিস্তার করছে। এম এ মান্নান এগিয়ে থাকার কারণেই ফলাফল পাল্টে দেওয়ার জন্য সরকারি দলের নেতারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাণ্ডব চালিয়েছে। স্থানীয় ৭টি কেন্দ্রে ভোট গণনায় প্রভাব বিস্তারের কথা উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, গাজীপুর ১৭৩, ১৭৪, ১৮১, ২৬৩, ২৬৪ এবং ৩৭৪ নম্বর কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতারা পুলিশের সামনে কেন্দ্রে প্রবেশ করে ভোট গণনায় প্রভাব বিস্তার করে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর