শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

কেমন আছেন ম্যান্ডেলা

কেমন আছেন ম্যান্ডেলা

অবিসংবাদিত বিশ্ব নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা প্রায় মাসখানেক সময় পার করলেন দেশটির প্রিটোরিয়া হাসপাতালে। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত মাসের ৮ তারিখ হাসপাতালে ভর্তি হন শান্তিতে নোবেল জয়ী এই কৃষ্ণাঙ্গ নেতা। হাসপাতালে ভর্তি হওয়ার ৯৫ বছর বয়সী এ নেতার নানা উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সরকারিভাবে প্রায়ই তার তার শারীরিক সর্বশেষ অবস্থা ঘোষণা করা হয়। ইতোমধ্যে তার সম্পর্কে বলা হয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকটাপন্ন। দিন কয়েক আগে বলা হয়, তাকে 'লাইফ সাপোর্ট' দিয়ে রাখা হয়েছে। তবে গতকাল তার সর্বশেষ অবস্থার কোনো বিবৃতি দেওয়া হয়নি। এই অবিসংবাদিত নেতাকে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে। ম্যান্ডেলার নাতি মান্ডলার বিরুদ্ধে করা মামলায় ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল, মাকাজিউয়িসহ পরিবারের ১৬ জন সদস্য জয় পান।

 

 

সর্বশেষ খবর