শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ঢাকায় দীপুর সাড়ে ১০ ঘণ্টা

ঢাকায় দীপুর সাড়ে ১০ ঘণ্টা

নিজের সর্বশেষ দুই সফরের মাঝামাঝি মাত্র সাড়ে ১০ ঘণ্টার এক ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বুধবার রাত ১১টায় ব্রুনাই থেকে ঢাকা আসেন তিনি। আবার পর দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে লন্ডন যান। তবে প্রধানমন্ত্রীর সফরের পুরো সময় সফরসঙ্গী হয়ে থাকা হচ্ছে না পররাষ্ট্রমন্ত্রীর। কারণ প্রধানমন্ত্রীকে লন্ডন রেখেই তাকে যেতে হবে সুইজারল্যান্ডের জেনেভায়। সেখানে দ্রুত কয়েকটি বৈঠক শেষ করে আবার বেলারুশে গিয়ে যোগ দেবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখান থেকে দীপু মনি যাবেন তুরস্ক সফরে। অপেক্ষাকৃত কম গুরুত্বের সফরে যাওয়া নিয়ে বিতর্কে থাকা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জুনেও ৯টি দেশ সফর নিয়ে কাটিয়েছেন ব্যস্ত সময়। জুনের প্রথম দিন তিনি সফরে ছিলেন সিঙ্গাপুরে। সেখানে সাংগ্রিলা ডায়ালগে অংশ নিয়ে ঢাকা ফেরেন ৩ জুন। এরপর টানা ৬ দিন ঢাকায় অবস্থান করে ৯ জুন যান আজারবাইজান। সেখান থেকে ১২ জুন মাত্র ৫ ঘণ্টার সফরে যান যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে ৫ ঘণ্টা কাটিয়ে তিনি যান সুইজারল্যান্ডে। সেখানে জেনেভা সফর শেষে ঢাকায় ফেরেন ১৫ জুন রাতে। এর পরই ১৭ জুন ঢাকা ত্যাগ করেন কুয়েতের উদ্দেশে। এক দিন পর যান সৌদি আরব। সৌদি থেকে ঢাকায় ফেরেন ২৩ জুন। এক দিন বিরতি দিয়ে ২৫ জুন যান ফ্রান্স। ২৭ জুন ফ্রান্স থেকে ফিরে পর দিন যান ব্রুনাই সফরে। ব্রুনাই থেকে বুধবার রাতে ফেরেন ঢাকায়। এর পরই বৃহস্পতিবার সফরসঙ্গী হন প্রধানমন্ত্রীর।

 

 

সর্বশেষ খবর